অনলাইনে বেতনাদি পরিশোধ বিষয়ে জরুরি নোটিশ

06-03-2024

অনলাইনে বেতনাদি পরিশোধ বিষয়ে জরুরি নোটিশ :

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অধ্যক্ষ স্যারের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, অ্যাপ এর মাধ্যমে অনলাইনে পেমেন্ট সংক্রান্ত কিছু তথ্য তোমাদের জানা অত্যন্ত প্রয়োজন : ১। আইটি ফি / ল্যাব ফি প্রতি মাসের বেতনের সাথে দিতে হবে ( একসাথে

 অগ্রিম দিতে চাইলে অফিসকক্ষে এসে দিতে হবে )।

২। যারা পূর্বে অফিসে এসে একাধিক মাসের অগ্রীম আইটি / ল্যাব ফি প্রদান করেছো তারা আবার আফিসে এসে সফটওয়্যার এ এন্ট্রি কনফার্ম করে নিবে অন্যথায় অ্যাপ এ এই টাকা বেতনের সাথে যোগ হয়ে থাকবে। এতে অনেকে বিড়ম্বনায় পড়বে। 

৩। প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে বেতন পরিশোধ না করলে পরবর্তী মাসের বেতনের সাথে জরিমানা স্বয়ংক্রিয় ভাবে অ্যাড হয়ে যাবে যা মওকুফ করার কোন প্রকার অপশন থাকবে না।

৪। অ্যাপ এ পেমেন্ট করলেও রিসিট কপির একটি অংশ প্রিন্ট করে শ্রেণি শিক্ষকের নিকট প্রদান করতে হবে এবং তোমরাও নিজের জন্য এক কপি সংরক্ষণ করবে।

৫। এখন তোমরা কেবলমাত্র তোমাদের আইডি জেনে নিবে( নাম, ঠিকানা, ফোনএইগুলো কিছুই দেখবে না। পরবর্তীতে আপডেট করতে দেওয়া হবে) । এই আইডি যত দিন উত্তরা গার্লস এ পড়বে তত দিন কাজে লাগবে।

৬। একই রোল একাধিক বার আসলে তা ক্লাসটিচারকে জানাতে হবে এবং ডিলিট করে নিতে হবে।

৭। কারো কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে অফিসে যোগাযোগ করবে।

বি: দ্র: প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে সকল প্রকার বেতনাদি অনলাইনেপরিশোধ করতে হবে। তাই এ বিষয়ে সকলের সহযোগিতা একান্ত কাম্য।

বেতন প্রদান সংক্রান্ত ভিডিও টিউটোরিয়াল ঃ  https://youtu.be/72ZO5uFIkwU?si=ujR9dKtmqHGKmTTF